আমাদরে সকলরে প্রিয় পিরুজালী ইউনিয়ন পরিষদটি গাজীপুর জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর দিকে অবস্থিত। গ্রামের উত্তরে শ্রীপুর উপজেলার রাথুরা বন, দক্ষিণ ও পূর্বে লবণদহ নদী এবং পশ্চিমে শালদহ নদী।
নামকরণ: দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত ইন্দ্ররাজার রাজত্বের শেষ সময়ে এই অঞ্চলের নাম ছিল '' পিরুপালি''। এই পিরুপালি শব্দ থেকে পিরু জালী ইউনিয়ন নাম হয়েছে। আবার গ্রামের মানচিত্রের দিকে তাকালে একে অনেকটা ত্রিকোণাকৃতি জালের মত দেখায়। এই অঞ্চলের মানুষ জালকে জালী বলে থাকেন। এই কারণে এই ইউনিয়নের নাম পিরুজালী হতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস