যোগাযোগ ব্যবস্থা
গাজীপুর সদর থেকে পিরুজালী ইউনিয়ন পরিষদ ১৭ কিলোমিটার ।বাংলাদেশের রাজধানী ঢাকার খুব সন্নিকটে অবস্থিত গাজীপুর জেলা। গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার অতি পরিচিত ইউনিয়ন পরিষদের নাম পিরুজালী ইউনিয়ন পরিষদ। পিরুজালী ইউনিয়নে যাতায়াতের জন্য ঢাকা ময়মনসিং মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে মহা সড়ক যোগে উত্তর দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সরাসরি পাকা রাস্তা যোগে হুতাপার হতে পশ্চিম দিকে মনিপুর বাজার দিয়ে প্রবেশ করে পিরুজালী সড়গঘাটের সন্নিকটে ইউনিয়ন পরিষদ অবস্থিত। অফিসটি বর্তমানে অস্থায়ীকার্যালয় হিসেবে কাজ পরিচালনা করে আসছে। তবে জমি বরাদ্দ পেলেই ভবন নির্মান করার কাজ হাতে নেওয়া হবে।