Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পিরুজালী আমানিয়া কবরস্থান

মরহুম হজী আতাউল্লাহ সরকার জীবত থাকাকালীন অবস্থায় পিরুজালীর মানুষের মৃত্যুর পর সমাধিত হওয়ার ব্যাপারে বিভিন্ন সমস্যা পতিত হতে হয়। এই সমস্যা দূর করার জন্য মরহুম হাজী আতাউল্লাহ সরকার প্রায় ১ (এক) একরের উপরে ওয়া্ফ করে কবরস্থান নামে দান করেন।

 

নামকরণ: মৃত: হাজী আতাউল্লাহ সরকার তার পিতা, মরহুম আমান উল্লাহ সরকার এর নাম অনুসারে আমানি কবরস্থান নামকরণ করা হয়।

এখানে ধনি,গরীব সকলের জন্য সমাধিত হওয়ার সুযোগ-সুবিধা রয়েছে। এর জন্য কোন টাকা পয়সা বরাদ্ধ দেওয়া লাগেনা। গ্রামের বাইরে থেকেউ যদি কোন  মৃত,ব্যক্তিকে সমাধিত করতে চায় তা হলে আমানিয়া কবরস্থানের কমিটির মাধ্যমে অনুমতি ক্রমে সমাধিত করা যাবে।