বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে জনগনের দোর গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে প্রতি ৬০০০ জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে। বর্তমানে সারাদেশে ১৩,৫০০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।এখান থেকে জাতি,ধর্ম,বর্ণ নিবিশেষে সকল শ্রেনীর পেশার মানুষের জন্য বিশেষ করে শিশু,গর্ভবতী,দুঃস্থ, অসহায়,বঞ্চিত,হতদরিদ্র মানুষকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হয়।এমন কি এখান থেকে পরিবার পরিকল্পনার স্থায়ী ও অস্থায়ী পদ্ধতির সামগ্রী সরবরাহ করা হয়।এখানে প্রতি মাসে একবার “EPI”কার্যক্রম অনুষ্ঠিত হয়।সার্বিক ভাবে কমিউনিটি ক্লিনিকের সেবার মান দিন দিন উন্নত হচ্ছে।বর্তমানে এখানে সেবা প্রদানে নিয়োজিত আছেন প্রতিটা কমিউনিটি ক্লিনিকে দু’জন করে কর্মী।
পিরুজালী ইউনিয়নে ৪টি স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি ক্লিনিক রয়েছে।
***সরকারপাড়া কমিউনিটি ক্লিনিক***
সেবা প্রদানে নিয়োজিত কর্মীঃ-
১।নিভারানী-[F.W.A]
২।সোহেল রানা-[C.H.P]
***মধ্যপাড়া কমিউনিটি ক্লিনিক***
সেবা প্রদানে নিয়োজিত কর্মীঃ-
১।সুমি
***বর্তাপাড়া কমিউনিটি ক্লিনিক***
সেবা প্রদানে নিয়োজিত কর্মীঃ-
১।সুলাইমান
২।সাইফুল ইসলাম
***ময়তাপাড়া কমিউনিটি ক্লিনিক***
সেবা প্রদানে নিয়োজিত কর্মীঃ-
১।আমিনা আক্তার সুমি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস