গাজীপুর জেলার ইতিহাস ও ভাওয়লের ইতিহাস গ্রন্থ দু'টির বর্ণনা মতে দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত ইন্দ্ররাজার রাজত্বের শেষ সময়ে এই অঞ্চলেন নাম ছিল "পিরুপালি'' ।এই পিরুপালি শব্দ থেকে পিরুজালী ইউনিয়নের নাম হয়েছে।তবে গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গের মতে,সুদূর অতীতকালে এই অঞ্চলে বেশ কয়েকজন পীরবসতি স্থাপন করে এলাকায় মানুষকে ধর্মের দাওয়াত দিত।পীর শব্দ থেকেও পিরুজালী শব্দটি আসতে পার। আবার গ্রামের মানচিত্রের দিকে তাকারে একে অনেকটা ত্রিকোণাকৃতি জালেরমত দেখায়। এই অঞ্চলের মানুষ জালকে জালী বলে থাকেন। এই কারণে এই ইউনিয়নের নাম পিরুজালী হতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস