Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যাংক

পিরুজালী ইউনিয়নে একটি গ্রামীণ ব্যাংক আছে। আধুনিক সমাজে বিশেষ করে ব্যবসায় জগতে ব্যাংকের গুরুত্ব অপরিসীম।বর্তমান বড় বড় ব্যবসায়ে প্রায় সমস্ত নগদ লেনদেনই ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক হচ্ছে আমানত গ্রহণকারী এবং ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান।

কোন ব্যক্তি,ফার্ম,কোম্পানী অথবা কর্পোরেশন যদি অর্থ ও ঋণের ব্যবসা করে তাকে ব্যাংক বলে।

Dictionary of Finance & Banking   এরমতে, ব্যাংক হলো একটি ব্যবসায় যা মক্কেলের অর্থ জমা রাখে, সূদের ভিত্তিতে টাকা ধার দেয় এবং অর্থের সাধারণ ব্যবসা করে। (Bank is a business which holds money for its clients, which lends money at interest and trade generally in money).

 

বর্তমান যুগে ব্যাংক একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের বেরোমিটার। ব্যাংক এর উন্নয়নের সাথে অর্থনৈতিক উন্নয়ন জড়িত। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনে ব্যাংক বহুবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। ব্যাংকের কার্যাবলী:-আমানত গ্রহণ, ঋণদান, অর্থ ও দাবি পরিশোধ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থ স্থানান্তর, মূলধন গঠন, ব্যবসায় বাণিজ্যে সহায়তা।