Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

মাসিক সভার সিদ্ধান্ত

                        মে/১৫মাসের  মাসিকসভার কার্য বিবরণী

                       সভাপতি : ড. মো: ছাইদুর রহমান , প্রশাসক , পিরুজালীইউপি:গাজীপুর সদর,গাজীপুর

 

সভার স্থান  পিরুজালীইউনিয়ন পরিষদ কার্যালয়

সভার তারিখঃ      ২৮/ ০৫/২০১৩খ্রিঃ

সময়:       সকাল - ১০টায়

                       সভার উপস্থিত সদস্যদের নাম  , পদবী ও স্বাক্ষর  পরিশীষ্ট  কঃ

              অদ্যকার সভার সভাপতি আসন গ্রহণ করার পর সভার কাজ শুরম্ন  করা হয় । সভাপতির

স্বাগত বক্তব্যের  পর নিমোক্ত আলোচ্যসূচী  অনুযায়ী আলোচনা অনুষ্ঠিত হয়।

 

ক্র:

আলোচ্যসূচী

          বিস্তারিত আলোচনা

 গৃহীত সিদ্ধান্ত

বাস্তবায়ন

১।

 

 

 

 

 

 

 

 

২।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩।

 

 

 

 

 

 

৪।

তথ্য ওসেবা কেন্দ্রের কার্যবলী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত

 

 

 

 

 

 

এপ্রিল/১৫মাসের আয় ও ব্যয় বিষয়ে আলোচনা ,অনুমোদন ও সিদ্ধান্তগ্রহণ ।

 

 

 

 

 

 

 

 

আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে আলোচনা ও সিদ্বামত্ম গ্রহণ।

 

 

 

 

 

উন্নয়নমূলক কাজের বাসত্মবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত

অদ্যকারসভায় সভাপতি সাহেব পিরুজালীইউনিয়ন তথ্য ওসেবা কেন্দ্রে কার্যবলী বিষয়েআলোচনা করেন । এলাকার জনগন যাহাতে সহজে তাহাদের প্রাপ্য সেবা সহজে পায়, এব্যাপারে সকল সদস্য ও পরিচালক কে সুদিষ্টি রাখার জন্য  আহবান করেন । তাছাড়াতথ্য সেবা কেন্দ্রের আয়- ব্যয় হিসাব উপজেলা নিবার্হী অফিসার, গাজীপুর সদর, গাজীপুরে  প্রেরন করা হইতেছে । ইউনিয়ন পরিষদ ও তথ্য সেবা কেন্দ্রের জন্য১টি ল্যাফটফ ১টি ফটুকপির ম্যাশিন ১টি ডিজিটাল পিন্টার১টি ডিজিটাল ক্যামেরা অতিব প্রয়োজন।

 

সভার সভাপতি সাহেবসকলকেঅবহিত করেন যে,জুনের/১৫মাসে ট্যাক্র্ আদায় বাবদ ৫০০/-, ট্রেডলাইসেন্স বাবদ ৭৬০০/- এবং জন্ম নিবন্ধন বাবদ /-সর্বমোট ৮১০০/- আয় করা হয়।উক্ত আয়ের বিপরীতে জুন/১৫মাসে কোন অর্থ ব্যয় করা হয় নাই।

 

 

অদ্যকারসভায় ইউনিয়ন আইনশৃংখলা বিষয়ে আলোচনা হয়। বর্তমানে অত্র ইউনিয়নে  আইনশৃংখলা পরিস্থিতি সমেত্মাষ জনক বলে সভায়  মত প্রকাশ করেন । তাছাড়া অত্রইউনিয়নে মহলস্নাদারগনকে সর্তক থাকার পরার্মশ দেওয়া হয় ।

 

 

অদ্যকারসভার সভাপতি সাহেব চলতি অর্থ বছরে টি আর ,কাবিখা , অতি দরিদ্রদের জন্যকর্মসংস্থান কর্মসূর্চী অগ্রগতির বিষয়ে সকল সদস্যের মতামত জানতে চান ।

উপস্থিতসদস্যবৃন্দ এই ব্যপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন । ওয়ান পার্সেন প্রকল্পথেকে১টি ল্যাফটফ ১টি ডিজিটাল পিন্টার ১টি ফটুকপির ম্যাশিন১টি ডিজিটাল ক্যামেরা ক্রয় করার গৃহীত সিদ্ধান্তহয়।

 

 

উপরোক্ত আলোচনার পর  উপস্থিত সদস্যবৃন্দ আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মতি ক্রমে উলেস্নখিত আয়-ব্যয় অনুমোদন করেন।

 

 

অত্র পিরুজালী ইউনিয়নের  আইন শৃংখলা পরিস্থিতি  ভাল বলে সকল সদস্য বৃন্দ একমত পোষন করেন ।

 

 

উপরোক্তআলোচনার পর উপস্থিত সদস্য  বৃন্দ সভাপতি সাহেব অবহিত করেন যে,কয়েকটি টি আর১টি কাবিখা, ওঅতি দরিদ্রদের জন্য কর্মসংসত্মানকর্মসূচীর   প্রকল্পের কাজ১ম পযার্য়ে সঠিক ভাবে বাস্তবায়ন হইতেছে।

 

ইউ আই এস সি

পিরুজালীইউনিয়ন পরিষদ

 

 

 

 

 

ইউনিয়ন  পরিষদের সকল সদস্য।

 

 

 

 

 

 

 

 

 

ইউনিয়ন পরিষদ

 

 

 

 

 

 

 

প্রকল্প বাস্তবায়ন কমিটি ।

  অত:পর আর কোন আলোচ্যসূচী  না থাকায় সভাপতি  উপস্থিত সকলকে ধন্যবাদজানিয়ে সভার  সমাপ্তি ঘোষণা করেন